this is caption one

এক মাসে দেশে ইন্টারনেট ব্যবহারকারী ১৪ লাখ বেড়েছে। দেশে এখন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা আট কোটি ৪৫ লাখ ৪৫ হাজার।এর আগে গত ফেব্রুয়ারি মাসে দেশে মোট ইন্টারনেট ব্যবহারকারী ছিল আট কোটি ৩১ লাখ ৪১ হাজার।বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মার্চ মাসের ইন্টারনেট ব্যবহারকারীর যে হিসাব প্রকাশ করেছে সেখানে এই গ্রাহকসংখ্যার কথা বলা হয়েছে।বিটিআরসি বলছে, দেশে বর্তমানে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী সাত কোটি ৮৭ লাখ ৮৯ হাজার। যা আগের মাসের চেয়ে অন্তত ১৩ লাখ বেশি।মূলত ফেব্রুয়ারিতে দেশে ইন্টারনেটে ফোরজির যুগে প্রবেশ করার পর থেকে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে।অন্যদিকে মার্চে ওয়াইম্যাক্স ইন্টারনেট ৮৭ হাজার এবং আইএসপি ও পিএসটিএন মিলিয়ে ৫৬ লাখ ৬৯ হাজার ব্যবহারকারী রয়েছে।দেশে ফোরজি চালু হওয়ার পর থেকে প্রতিমাসেই উলম্ফন দেখা গেছে ইন্টারনেট ব্যবহারে। এর বেশিরভাগই যোগ হয়েছে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী হিসেবে।উল্লেখ্য, সর্বশেষ ৯০ দিনের মধ্যে যেসব গ্রাহক তাদের সিমে একবারও ইন্টারনেট ব্যবহার করবেন তাদেরকে বিটিআরসি ইন্টারনেট ব্যবহারকারীর হিসাবে ধরে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here