ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় একটি তিনতলা ভবন থেকে রশি ছিঁড়ে পড়ে জুনায়েদ (২৪) নামে এক এসি টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর ১টার দিকে জেলা শহরের পুরাতন জেল রোডের একটি বেসরকারি ক্লিনিকে এ ঘটনা ঘটে। নিহত জুনায়েদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাজঘর গ্রামের। সে এসি মেরামতের কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পুরাতন জেল রোডের লাইফ কেয়ার হাসপাতাল নামে একটি বেসরকারি ক্লিনিকের নষ্ট এসি মেরামত করতে যান জুনায়েদ। ক্লিনিকের বাইরে দিয়ে রশি টানিয়ে উপরে ওঠে এসির কমপ্রেসার খুলতে গেলে রশি ছিঁড়ে নিচে পড়ে যান তিনি। পরে আশেপাশের লোকজন উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here