ছেলেমেয়েদের মেধা বিকাশের সুযোগ করে দেওয়াই সরকারের দায়িত্ব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমাদের কোনো ছেলেমেয়ে মেধাশূন্য নয়। প্রত্যেকটি ছেলেমেয়েই মেধাবী। শুধু একটু সুযোগ করে দেওয়া সেই মেধা বিকাশের। আর সেই সুযোগ করে দেওয়াই হচ্ছে আমাদের দায়িত্ব।’
আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রদত্ত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৭’ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার পর প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বক্তব্যে শেখ হাসিনা বলেন, ‘কোন গ্রাম অন্ধকারে থাকবে না। প্রতিটি গ্রাম হবে শহর। শহরের সব নাগরিক সুবিধাই গ্রামের মানুষ পাবে। দেশ আমাদের সেভাবেই উন্নত হবে। কাজেই সেই পরিকল্পনা নিয়েই আমরা কাজ করছি।’
যেসব শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক উঠেছে তাদের দোয়া এবং আর্শীবাদ জানান প্রধানমন্ত্রী। এ সময় আভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং ইউজিসির সবাইকে অভিনন্দন এবং আন্তরিক ধন্যবাদ জানান শেখ হাসিনা।
অনুষ্ঠানে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর পাওয়ায় ১৬৩ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করেন প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।