টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা এবং পারখী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

দুই ইউপি নির্বাচনে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে বিপুল সংখ্যাক আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছেন। তবে বৃষ্টিতে ভোটাররা কিছুটা বিড়ম্বনার মধ্যে পড়েছে। তার পরও বৃষ্টি উপেক্ষা করেই ভোটাররা ভোট দিতে এসেছেন। সেখানে নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বীরবাসিন্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে সাতজন, সংরক্ষিত ওয়ার্ডে মহিলা সদস্য পদে নয়জন এবং ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছোহরাব আলী (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সহ-সভাপতি স্থানীয় এমপি সোহেল হাজারীর অনুসারী সেলিম শিকদার (আনারস), জাতীয় পার্টির মীর ইমরুল হাসান (লাঙ্গল), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের শফিকুল ইসলাম তালুকদার (মশাল) এবং স্বতন্ত্র আব্দুল হাই তালুকদার (ঘোড়া), জাকির হোসেন (চশমা) এবং বর্তমান চেয়ারম্যান সোলায়মান মিয়া (মোটরসাইকেল)। এই ইউনিয়নে বিএনপির কোনো প্রার্থী নেই। এই ইউনিয়নে মোট ভোটার ১৪ হাজার ৬৩৭ জন।

অন্যদিকে পারখী ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন, তিনটি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা সদস্য পদে আটজন এবং নয়টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান তালুকদার (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী স্থানীয় এমপি হাসান ইমাম খান সোহেল হাজারীর অনুসারী লিয়াকত আলী তালুকদার (মোটরসাইকেল), বিএনপি মনোনীত যুবদল নেতা জাহাঙ্গীর আলম (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সিদ্দিকী (চশমা) ও লোকমান হোসেন (আনারস)। এই ইউনিয়নে মোট ভোটার ১৪ হাজার ৭৫০ জন।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকায় কিছুটা বেকায়দায় রয়েছেন মনোনীত প্রার্থীরা।

এ ছাড়া একই সঙ্গে নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নের ৩ নং সংরক্ষিত ওয়ার্ডে এবং ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদের নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

এ ব্যাপারে টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে নির্বাচনের ভোট গ্রহণ চলছে। নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ১৪ জন আনসার ও আটজন পুলিশ দায়িত্ব পালন করছে। অন্যান্য নির্বাচনের মতো এবারের নির্বাচনও সুষ্ঠু এবং অবাধ হবে বলে আশা করছেন তিনি।

নির্বাচন কর্মকর্তা জানান, বৃষ্টিতে ভোটগ্রহণ কিছুটা বিঘ্নিত হচ্ছে। তবে বৃষ্টি উপেক্ষা করেই ভোটাররা ভোট দিচ্ছেন। নির্বাচনে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

২০০৮ সালে বীরবাসিন্দা ইউনিয়ন ভেঙ্গে পারখী ইউনিয়ন গঠিত হয়। ২০১১ সালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। সীমানা জটিলতার কারণে ২০১৬ সালে ইউনিয়ন দুটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here