যশোরের শার্শায় উপজেলা থেকে ৮শ’ বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ১টার দিকে উপজেলার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত ওই নারী নাম আনোয়ারা খাতুন (৪২)। তিনি উপজেলার পানবেড়ি গ্রামের আব্দুর রহিমের স্ত্রী।
পুলিশ জানায়, তাদের কাছে গোপন খবর আসে শার্শা সীমান্তে এক মাদক বিক্রেতা তার বাড়িতে বিপুল পরিমান ফেন্সিডিল মজুদ করেছে। পরে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে আনোয়ারা খাতুনকে আটক করে। এ সময় তার স্বামীসহ অন্যরা পালিয়ে যায়। পরে আনোয়ারার ঘর থেকে ৮০০ বোতল ভারতীয় ফেন্সিডিল পাওয়া যায়।