তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৪৮ রানের জয় নিয়ে ১-০তে এগিয়ে বাংলাদেশ ক্রিকেট দল। গায়ানার একই ক্রিজে আবারও খেলতে নামবে মাশরাফি বাহিনী। আজ বুধবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা।
তবে ম্যাচের আগে শোনা গেলো পরিবর্তনের খবর। একাদশের এই পরিবর্তনে কপাল পুড়তে পারে ওপেনার এনামুল হক বিজয়ের। তার জায়গায় ওপেনিংয়ে তামিমের সঙ্গী হতে পারেন লিটন দাস। এ ছাড়া আর কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই।
আর যদি উইনিং কম্বিনেশন ধরে রাখতে চাইলে বিজয় থেকে যেতে পারেন দলে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, এনামুল হক বিজয়/লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।