বিশ্বফুটবলে ‘সোনার ডিম’ লিওনেল মেসি। তাকে দলে ভেড়ানোর জন্য যেকোনো কিছু করতে পারে বিশ্বের রথী-মহারথী ক্লাবগুলো। বিশ্বকাপের কয়েক দিন পরই রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিতে পাড়ি জমান ক্রিস্টিয়ানো রোনালদো। এবার ইতালিরই আরেক ক্লাব ইন্টার মিলান মেসির দিকে পাখির চোখে নজর দিয়েছে।
ইন্টার মিলানের টাইটেল স্পন্সর ইতালীয় কোম্পানি পিরেলি চাচ্ছে মেসিকে ক্লাবে নিয়ে আসতে। পিরেলির পরিচালক ট্রনচেট্টি প্রোভারা ইতালীয় একটি গণমাধ্যমকে বলেছেন, ‘মেসির মতো ফুটবলারকে কেউ না করতে পারবে না। আশা করি, বড় অঙ্কের বিনিময়ে চুক্তি সম্পন্ন হবে’।
রোনালদো চলে যাওয়ায় এল ক্ল্যাসিকোর রঙ হারিয়ে যাবে অনেকটাই। বার্সা-রিয়ালের লড়াইয়ের আড়ালে এটা ছিল আসলে মেসি-রোনালদোর লড়াইও। ‘সিরি আ’ চ্যাম্পিয়ন জুভেন্টাস রোনালদোকে নিয়ে ইতালির ক্লাবগুলোর মধ্যে এগিয়ে রয়েছে অনেকটাই। এবার ইন্টার মিলান মেসিকে দলে নিয়ে তাদের শক্তিমত্তা দেখাতে চাচ্ছে। রোনালদোর পর মেসিও যদি ইতালিতে পা রাখেন তাহলে ইতালির ক্লাব ফুটবলের রঙ অনেকটাই বদলে যাবে।
ডেইলি মেইল জানিয়েছে,ইন্টার মিলানে প্রোভারার ব্যাপক প্রভাব রয়েছে। ক্লাবে আরেক আর্জেন্টাইন মাউরো ইকার্দির ভবিষ্যৎও ঘোলাটে। তাকে যেকোনো মুহূর্তে ছিনিয়ে নিতে পারে রিয়াল মাদ্রিদ। ইকার্দিকে নিয়ে প্রোভারা বলেন, ‘আমি বিশ্বাস ও আশা করি, ইকার্দি ইন্টার মিলানেই থাকবেন। এটাও বিশ্বাস করি, ক্লাব তাকে রাখতে সক্ষম হবে’ ।
তবে মেসির পক্ষ থেকে এমন কিছুর আভাস এখনো পাওয়া যায়নি। এবার রাশিয়া বিশ্বকাপের স্মৃতি মেসির জন্য সুখকর ছিল না। আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিলেন। অবশ্য নাইজেরিয়ার বিপক্ষে গোল করে সহজাত ভূমিকায় ফেরার আভাস দিলেও নকআউট পর্বে ফ্রান্সের বিপক্ষে নিষ্প্রভ ছিলেন। ফ্রান্সের বিপক্ষে হেরেই রাশিয়া বিশ্বকাপের ইতি ঘটে মেসিদের।