টেস্ট সিরিজে ভরাডুবির পর ওয়ানডেতে স্বরূপে ফিরেছে টাইগার বাহিনী। তিন ম্যাচ সিরিজের এখনো দুটি ম্যাচ বাকি। এরই মধ্যে টি-২০ দলে যোগ দিতে রাতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে উড়াল দিচ্ছেন সৌম্য সরকার ও আরিফুল হক।
এ দুই টি-টুয়েন্টি হার্ড হিটার ব্যাটসম্যান বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিমানে উঠবেন। ওয়ানডে সিরিজ শেষ করে দেশে ফেরার কথা রয়েছে মাশরাফি, বিজয় ও শান্ত।
এদিকে টি-২০ সিরিজ শুরু হবে ৩১ জুলাই। ওয়ার্নার পার্কে উইন্ডিজদের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ অনুষ্ঠিত হলেও সিরিজের বাকি দুই ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্কে। এ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ ও ৫ আগস্ট।
টি-২০ ফরম্যাটে বাংলাদেশের অবস্থা নড়বড়ে। এর আগে জুনের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে ভারতের দেরাদুনে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলে বাংলাদেশ। ওই সিরিজে নবী-রশিদদের কাছে ধবল ধোলাই হয়ে ফিরেন সাকিব-তামিমরা।