তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতাকে নিজের মা দাবি করে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছেন বেঙ্গালুরুর বাসিন্দা অমৃতা (২৮)। কিন্তু প্রয়াত এই রাজনীতিবিদ কখনও গর্ভবতীই হননি। এ নিয়ে বেঁধেছে জটিলতা। রাজ্য সরকার মানছে না অমৃতার দাবি। অন্যদিকে তিনিও নড়বেন না নিজের জায়গা থেকে।

অমৃতার দাবি, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী মারা যাওয়ার পরে তিনি জানতে পারেন যে, জয়ললিতাই তার মা। জয়ললিতার বোনঝি শৈলজা তাকে বড় করেছেন। তবে তার এই দাবি মানতে নারাজ জয়ললিতার বান্ধবী ও অনুসারী চিনাম্মা শশিকলা ও তার পরিবার। তামিলনাড়ু সরকারও এই দাবি বিরুদ্ধে মত প্রকাশ করেছেন।

গতকাল মঙ্গলবার মাদ্রাজ হাইকোর্টে এই মামলার শুনানির সময় তামিলনাড়ু সরকারের পক্ষের আইনজীবীও জানিয়েছেন জয়ললিতা কখনই গর্ভবতী হননি। কেননা তিনি ছিলেন কুমারী।

প্রমাণ হিসেবে একটি ভিডিও ক্লিপ আদালতে পেশ করেন সরকারের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জেনারেল বিজয় নারায়ণ। সেই ভিডিও ক্লিপটি ১৯৮০ সালের একটি সিনেমার পুরস্কার প্রদান অনুষ্ঠানে। সেখানে দেখা যাচ্ছে জয়ললিতাকে।

অপরদিকে অমৃতার জন্মসনদপত্র অনুযায়ী তার জন্মও ১৯৮০ সালে। বিজয় আদালতে বলেন, ‘এই ভিডিও ক্লিপটি অমৃতার জন্মতারিখের মাত্র এক মাস আগের। এই ভিডিওটিতে পরিষ্কার দেখা যাচ্ছে জয়ললিতা গর্ভবতী ছিলেন না।’

প্রাক্তন মুখ্যমন্ত্রীর সম্পত্তি হাতানোর উদ্দেশ্যেই অমৃতা এখন ভুয়া দাবি করছেন বলে অভিযোগ করেন অ্যাডভোকেট বিজয়।

অমৃতাও নিজ পক্ষ সমর্থনে আদালতের কাছে সমাধি থেকে জয়ললিতার দেহ তুলে ডিএনএ পরীক্ষার অনুরোধ করেছেন। মাদ্রাজ হাইকোর্টে এই মামলার শুনানি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here