বিমানবন্দরের এক যাত্রী যে এভাবে সোনা পাচার করবে তা ভাবতেও পারেননি শুল্ক কর্মকর্তারা। এক যাত্রীর ব্যাগ থেকে পাওয়ার প্যকেটটি দেখে প্রথমে ভেবেছিলেন মানুষের মল। তবে তাদের ভাবনা যে ভুল বুঝতে পারলেন কিছুক্ষণ পর। হালকা হলুদ রঙের পেস্ট জাতীয় পদার্থটি যে আসলে সোনা, তা বুঝলেন বিশেষজ্ঞদের পরীক্ষার পর। উদ্ধার এক কেজি ৮৫০ গ্রাম সোনার মূল্য প্রায় সাড়ে ৩৪ কোটি টাকা।
ভারতের হায়দরাবাদ বিমানবন্দরে এক যাত্রীবেশী পাচারকারীর কাছ থেকে উদ্ধার করা হয় সোনার পেস্ট করা প্যাকেটটি। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই বিষয়টি নিশ্চিত করেছে।
হায়দরাবাদ বিমানবন্দরে শুল্ক দপ্তরের কর্মকর্তারা অবাক হয়েছেন পাচারকারীর অভিনব পন্থা দেখে। এএনআই তাদের খবরে বলেছে, ওই পাচারকারী যাত্রীবেশে পেস্ট করা সোনা নিয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হচ্ছিলেন। তার চলাফেরায় সন্দেহ হলে তাকে দাঁড়াতে বলা হয়। পরে তার কাছে থাকা ব্যাগ ঘেঁটে এক প্যাকেটে হলুদ রঙের পেস্ট জাতীয় পদার্থ উদ্ধার করা হয়। শুল্ক দপ্তরের কর্মকর্তারা পাচারকারীকে জিজ্ঞেস করলে তিনি মানুষের মল বিদেশে পরীক্ষা করাতে নিয়ে যাচ্ছেন বলে জানান।
তার কথা বিশ্বাসযোগ্য না হওয়ায় বিশেষজ্ঞদের শরনাপন্ন হন শুল্ক কর্মকর্তারা। বিশেষজ্ঞরা পদার্থটি প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে পরীক্ষার পর ধরতে পারেন সেটি আসলে সোনা। তারা জানান, একটি বিশেষ আঠায় সোনা গুড়ো করে মাখিয়ে পাচার করা হচ্ছিল।
এক কেজি ৮৫০ গ্রাম সোনা ছিল ওই পেস্টে। সেখান থেকে এক কেজি ১২০ গ্রাম ৭৮ মিলিগ্রামের মতো সোনা বের করা হয়েছে। বাকিটুকু রয়ে গেছে পেস্টের মধ্যেই। উদ্ধার সোনার মূল্য প্রায় সাড়ে ৩৪ কোটি টাকা।