পাকিস্তানে ১১তম জাতীয় নির্বাচনে ভোট দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান। আজ বুধবার সকাল স্থানীয় সময় ১১টা ২৩ মিনিটে ইসলামাবাদের ভাড়া কাহু ধক জিলানি কেন্দ্রে ভোট দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন।
বুধবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে এই ভোটগ্রহণ শুরু হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবারে নির্বাচনে ৩০টি দল থেকে লড়ছে ৩ হাজার ৭৬৫ জন প্রার্থী। যাদের নির্বাচিত করতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন ১০ কোটি ৫৯ লাখ ভোটার।
ডনের খবরে বলা হয়েছে, ভোট কেন্দ্রগুলো খোলার আগ থেকেই উৎসাহী ভোটাররা তাদের নিজ নিজ কেন্দ্রের বাইরে সকাল ৭টা থেকে অপেক্ষা করছিলেন। পরে নির্দিষ্ট সময়ে ভোট শুরু হলে নিবন্ধিত লাখ লাখ ভোটার ভোট দেওয়া শুরু করেন।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের এক পোলিং এজেন্ট জানান, আইনশৃঙ্খলা রক্ষার জন্য ও হয়রানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ইসিপি’র অনুরোধে ভোটকেন্দ্রে তিন লাখ ৭১ হাজার ৩৮৮ জন সেনা মোতায়েন করা হয়েছে।