লাওসে নির্মাণাধীন একটি জলবিদ্যুৎ বাঁধ ধসে সৃষ্ট বন্যায় কয়েকশ মানুষ নিখোঁজ হয়েছে। এ দুর্ঘটনায় অনেকেই নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সময় সোমবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে আত্তাপিউ প্রদেশের সানাম্যাক্সসাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিবিসির খবরে বলা হয়, লাওসে জলবিদুৎ উৎপাদনের লক্ষ্যে ২০১৩ সালে ওই বাঁধটির নির্মাণ কাজ শুরু হয়। আগামী বছর সেটি চালু হওয়ার কথা ছিলো। অত্যাধিক বৃষ্টিপাতে পানির চাপ বেড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। এতে ছয়টি গ্রামের কমপক্ষে ৬ হাজার ৬০০ মানুষ গৃহহীন হয়েছে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা যায়, বন্যায় ডুবে যাওয়া ঘর-বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন ভুক্তভোগীরা। অনেককেই নৌকায় করে নিরাপদ স্থানের দিকে যেতে দেখা গেছে।
এদিকে এই দুর্ঘটনার পর লাওসের প্রধানমন্ত্রী থংলোউন সিসোউলিথ সরকারি বিভিন্ন বৈঠক বন্ধ রেখে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন।