বলিউডের তরুণ অভিনেতা কার্তিক আরিয়ান। চলতি বছর তার অভিনীত ‘সোনু কে টিটু কি সুইটি’ বক্স অফিস থেকে ১০০ কোটি রুপি আয় করেছিল। সেঞ্চুরিয়ান এ অভিনেতার সঙ্গে এবার জুটি বাঁধতে যাচ্ছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। অভিষেক জৈন পরিচালিত কন্নড় ছবি ‘কিরিক পার্টি’র রিমেকে হাজির নতুন এই জুটি। ছবিতে দুজনকেই ইঞ্জিনিয়ারিংপড়–য়া স্টুডেন্টের ভূমিকায় দেখা যাবে।

গেল ঈদে মুক্তিপ্রাপ্ত জ্যাকুলিনের ‘রেস থ্রি’ ছবিটি বক্স অফিসে বেশ সাড়া ফেলে। এতে তার বিপরীতে ছিলেন সুপারস্টার সালমান খান। এদিকে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে সল্লুর বিপরীতে অভিনয় করেন সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। এ দুই নায়িকাকে নিয়ে ক’দিন আগে যুক্তরাষ্ট্রে ‘দাবাং ট্যুর’ শুরু করেন সালমান। আর সেখানেই ঘটে বিপত্তি। ক্যাটরিনা-জ্যাকুলিন একে অপরের মুখ দেখা বন্ধ করে দেন। সালমানের এক সফরসঙ্গীর বরাত দিয়ে পিঙ্ক ভিলার খবরে জানানো হয়, ‘দাবাং রিলোডেড’ নামের সালমান খানের আন্তর্জাতিক এ সফরে পারফর্ম করতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে পাড়ি দেন ক্যাটরিনা, সোনাক্ষী, জ্যাকুলিন ও ডেইজির মতো নায়িকারা। কিন্তু এ পারফরম্যান্সের আড়ালেই শুরু হয় শত্রুতা। ওই সফরসঙ্গীর ভাষ্য, ক্যাটরিনা আর জ্যাকুলিন একে অপরকে সহ্য করতে পারছেন না। আর বিষয়টা কানে গেছে সালমানেরও! পারফরম্যান্স চলাকালীন তিনি নিজে দায়িত্ব নিয়ে বিষয়টি খেয়াল রাখেন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সূত্র : ইন্ডিয়া টুডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here