কলকাতার নায়িকা নুসরাতে মজেছেন শাকিব খান। চলছে তাদের রোমান্সও। নুসরাতের হাঁটা চলায় ছায়া হয়ে নিজেকে ছড়িয়ে রেখেছেন শাকিব খান। গানে গানে এমন কথাই বলছেন নুসরাতকে তিনি। ইউটিউবে তাদের রোমান্স দেখেছেন প্রায় ৫ লাখ দর্শক।
‘নেকাব’ নামে কলকাতার একটি ভৌতিক ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের শাকিব। যেখানে দ্বৈত চরিত্রে দেখা যাবে এই চিত্রনায়ককে। ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএসফ)-এর প্রযোজনায় নির্মিত এই ছবির প্রথম গান প্রকাশিত হয়েছে। গানের শিরোনাম ‘তোর হাঁটা চলা’। গতকাল ২৪ জুলাই গানটি প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন আরমান মালিক ও প্রষ্মিতা পাল। প্রসেনের কথায় এর সুর-সংগীত করেছেন দেব সেন। রাজীব বিশ্বাসের পরিচালনায় আগামী ঈদুল আজহায় ছবিটি কলকাতায় মুক্তি পাবে। ঈদের পর বাংলাদেশে সাফটা চুক্তির আওতায় মুক্তির কথা রয়েছে। ছবিটি বাংলাদেশে আমদানি করবে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।