সমাজে নারী-পুরুষের মেলবন্ধনের একমাত্র মাধ্যম হচ্ছে বিয়ে। দাম্পত্য জীবন শুরু করার পর সব দম্পতিরাই বাবা-মা হওয়ার সুখ পেতে চান। কিন্তু অনেক সময় সন্তান ধারণে দেখা দেয় নানাবিধ সমস্যা।

একটি গবেষণায় দেখা গেছে, গত কয়েক বছরে ভারতে প্রায় ১৫ থেকে ২০ মিলিয়ন দম্পতি সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় পড়ছেন। আর সন্তান ধারণে যে শুধু মহিলারাই সমস্যায় পড়েন, তেমনটা নয় ভারতীয় পুরুষরাও হন বন্ধ্যাত্বের শিকার। ৩১ বছর বয়সের উর্ধ্বে প্রায় ৪০ শতাংশ পুরুষ এর কবলে পড়েন। তবে দিন দিন বাড়ছে এ সংখ্যা।

কেন এই সংখ্যাটা বাড়ছে তার বিশেষ পাঁচটি কারণ বিশ্লেষণ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, বর্তমান লাইফস্টাইলই এর জন্য দায়ী। খাওয়া-দাওয়ার অনিয়ম, সুস্থ পরিবেশে থাকার অভাব, অবাধ যৌনজীবনই বন্ধ্যাত্বের কারণ হয়ে দাঁড়াতে পারে।

এক্ষেত্রে চিকিৎসকদের প্রথম পরামর্শ, সন্তান নেওয়ার পরিকল্পনা থাকলে সুস্থ জীবনযাপন করা অত্যন্ত জরুরি। নাহলে সংসারে নতুন সদস্য আনার পরিকল্পনা মাথা থেকে ঝেড়ে ফেলাই শ্রেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here