বৈচিত্র ডেস্ক :  সর্বনিম্ন ১৬,৮৮৮ টাকায় ফ্লাইট ও হোটেল ভাড়াসহ কলকাতা ভ্রমণের আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।

ভ্রমণপিপাসুদের এই সুবিধা দিতে কলকাতার ৪টি অভিজাত হোটেলের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। কলকাতার দি ওবেরয় গ্র্যান্ড, নভোটেল হোটেল, দি পিয়ারল্যাস ইন এবং হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনালে এই প্যাকেজের আওতায় থাকার সুবিধা রয়েছে।

কলকাতায় যাওয়া-আসার জন্য নভোএয়ারের টিকিট, হোটেলে ২ রাত ৩ দিন থাকার সুবিধা এবং বিমানবন্দর থেকে হোটেলে যাওয়া-আসার সুবিধা রয়েছে এই প্যাকেজের আওতায়। ভ্রমণকারীদের সুবিধার্থে দেশের ১৮টি শীর্ষ বেসরকারি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। চুক্তি অনুযায়ী, ব্যাংকগুলোর সম্মানিত গ্রাহকরা বিনা সুদে ৬ মাসের সহজ কিস্তিতে পরিশোধের মাধ্যমে নভোএয়ারের এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।

সর্বনিম্ন ৯,৭৭৭ টাকায় ফ্লাইট ও হোটেল ভাড়াসহ দুই রাত তিন দিনের কক্সবাজার ভ্রমণের প্যাকেজ রয়েছে নভোএয়ারের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here