ভ্রমণপিপাসুদের জন্য নতুন চমক হলো এই উল্টো জাদুঘর। ভাবছেন মানে কী? এটা কীভাবে সম্ভব? এমন চিন্তা করেই মালয়েশিয়ার পেনাংয়ে গিয়েছিলেন সেরেনা। দারুণ ভ্রমণপিপাসু তিনি। সেই উল্টো জাদুঘর নিয়ে লিখেছেন অভিজ্ঞতার কথা।
সেরেনা নিজের ওয়েবসাইটে লিখেছেন, এমন জাদুঘরের কথা শুনেই মনে হয়েছে, বুঝি পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় স্থান হবে ওটা। সেখানে নাকি সব উল্টো হয়ে থাকে। ধরুন, এটা ঘরে প্রবেশ করলেন, কিন্তু সেখানে হাঁটছেন ছাদে পা রেখে। অর্থাৎ, আপনার মাথা মেঝের দিকে থাকবে। এটা কীভাবে সম্ভব? দেখতেই হচ্ছে বিষয়টা। আসলে জাদুঘরটা কয়েকটি কক্ষের একটা ফ্ল্যাটের মতো। প্রবেশের পর কোন বাড়ি বলেই মনে হয়েছে। একটা শোয়ার ঘর আছে, বাথরুম, রান্নাঘর, কাপড় ধোয়ার কক্ষ আছে। কিন্তু তার সবই উল্টো হয়ে অবস্থান করছে।
সেখানে যাওয়ার পর জাদুঘরের একজন স্টাফ আপনার সঙ্গে থাকবেন। ওখানে গিয়ে ছবি না তুলে কি পারা যায়? ওই স্টাফ আপনার ছবি তুলে দেবেন। তাই ক্যামেরা নিতে ভুলবেন না। অবশ্য স্মার্টফোনেই কাজটি সারতে পারবেন। কিন্তু চার্জ যেন শতভাগ থাকে। এসব কক্ষে আপনার চলাফেরা উল্টো হবে-এটা জেনে রাখুন।