শ্যাডি লিঙ্ক নামক একধরনের গুপ্ত স্প্যামকে ধরার জন্য বার্তা আদান প্রদানের অ্যাপ হোয়াটসঅ্যাপে যোগ করা হচ্ছে এক নতুন ফিচার।

এই ফিচারের মাধ্যমে বার্তার মধ্যে থাকা ক্ষতিকারক লিঙ্কগুলো শনাক্ত করবে, আর ব্যবহারকারী যাতে সেই লিঙ্কে ক্লিক না করে সেজন্য সতর্ক করে দেবে হোয়াটসঅ্যাপ। ম্যাশেবলকে এমনটিই জানিয়েছেন কোম্পনিটির একজন প্রতিনিধি।

স্প্যামার এবং ফিশারদের তৈরি করা এক বিশেষ ধরনের স্প্যামের হাত থেকে রক্ষা করার জন্যই মূলত এই ফিচার যোগ করা হচ্ছে হোয়াসটসঅ্যাপে। এই ধরনের স্প্যাম ছড়ানো হয় কোনো লিঙ্কের মাধ্যমে, যেখানে অদ্ভুত রকমের কিছু সংকেত থাকে, আর সেগুলো দেখতে সাধারণ বর্ণমালার মতোই মনে হয়। যেমন নিচের লিঙ্কটি দেখলে প্রথমে মনে হতেই পারে এটি হোয়াটসঅ্যাপের খুব সাধারণ একটি লিঙ্ক। তবে খুব ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন, এর ডব্লিউ চিহ্ণটির নিচে একটি ডট চিহ্ণ আছে।

এই ধরনের স্প্যামিং প্রক্রিয়াকে বলা হয় ‘আইডিএন হোমোগ্রাফ অ্যাটাক’ যা ব্যবহার করে স্প্যামাররা বা ফিশাররা খুব সহজেই তাঁদের কার্যোদ্ধার করতে পারে, যদি ব্যবহারকারী লিঙ্কের দিকে ভালোভাবে নজর না দেন।

কোনো লিঙ্কে এই ধরনের বিশেষ চিহ্ণ দেখা গেলে হোয়াটসঅ্যাপ নতুন এই ফিচার ব্যবহার করে সেগুলোকে সন্দেহভাজন লিঙ্ক হিসেবে লাল মার্ক করে ব্যবহারকারীকে দেখাবে। আপনি যে ভাষায়ই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না কেন, এই ফিচার সেখানেই কাজ করবে। তবে বর্তমানে ব্যাবহৃত প্রাইভেসি সেটিংসে তার কোনো প্রভাব পড়বে না বলেও জানানো হয়েছে বিবৃতিতে।

ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য পুরো ডিভাইসটিতে এই পরীক্ষা চালানো হবে, আর এন্ড টু এন্ড এনক্রিপশনের জন্য হেয়াটসঅ্যাপ বার্তার উপাদানগুলো দেখতে পায় না। হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র এভাবেই বলেন বিবৃতিতে।

বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পর গত বৃহস্পতিবার থেকে হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণে এই ফিচার পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।

এ ছাড়া নতুন এই হালানাগাদে গ্রুপ চ্যাটের জন্য নতুন অ্যাডমিন  কন্ট্রোল ও ফরোয়ার্ড করা বার্তায় নতুন লেবেল যুক্ত করা হয়েছে। হোয়াটসঅ্যাপের ১০০ কোটি ব্যবহারকারী যাতে করে ভুয়া খবর, হোয়াক্স ও অন্যান্য ধরনের ভুয়া তথ্য আদানপ্রদানের হাত থেকে বাঁচতে পারে সেজন্যই নতুন এই ফিচারগুলো যুক্ত করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here