পেশাগত কাজে যারা পাহাড়ের ভেতরে বা খনিতে নিয়মিত যান, তাদের মত নিরাপত্তা সরঞ্জামাদি এবং প্রস্তুতি না থাকায় দীর্ঘ সময় গুহার ভেতরে থাকা নিয়ে ঐ কিশোর এবং তাদের কোচের সুস্থ থাকা নিয়ে উদ্বেগ তীব্র হয়েছে।
কিন্তু হঠাৎ করে পর্বত বা পাহাড়ের গুহায় আটকা পড়লে উদ্ধারকারী দল এসে পৌঁছানোর আগ পর্যন্ত টিকে থাকার জন্য কিছু পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কেভ রেসকিউ কমিশনের প্রধান নির্বাহী আনমার মীর্জার মতে গুহায় আটকে পড়ার পর প্রথম এবং প্রধান কাজ হলো বড় ধরণের কোন বিপদে, যেমন পাথর ধস বা বন্যায় সতর্ক হওয়া।
অর্থাৎ গুহার মধ্যে পানি বাড়লে কতটা উচ্চতা পর্যন্ত তলিয়ে যেতে পারে, সে ধারণা করে থাকার জন্য নিরাপদ উঁচু জায়গা খুঁজে বের করতে হবে।
মিঃ মীর্জা বলছেন, আচমকা যারা আটকে পড়েছে, তাদের তখন সাথে থাকা জিনিসপত্রের ব্যবহারের দিকে নজর দিতে হবে।
মানে ধরুন, সাথে খাবার থাকলে তার অপচয় যাতে না হয়, খেয়াল রাখতে হবে।
উষ্ণ থাকতে হবে
মিঃ মীর্জার মতে গুহায় আটকে পড়া যে কাউকে শুরুতেই খেয়াল রাখতে হবে, যাতে তিনি উষ্ণ থাকতে পারেন।
কাপড়চোপড় শুকনো রাখতে হবে। গুহার মধ্যে সবচেয়ে বড় বিপদ হাইপোথার্মিয়া বা শরীরে তাপমাত্রা অস্বাভাবিকভাবে যদি কমে যায়, তাহলে যে কারো বেঁচে থাকা কষ্টকর হয়ে পড়ে।
পানি
শরীর উষ্ণ রাখা যেমন জরুরী তেমনি, শরীরে জলীয় পদার্থের মাত্রা ঠিক রাখা বা পানির সরবারহ ঠিক রাখা অত্যাবশ্যকীয়।
পানি পান করতে হবে, কিন্তু আবার নোংরা পানি থেকে সাবধানও থাকতে হবে। কারণ দূষিত পানির জন্য পেট খারাপ ও বমি শুরু হতে পারে।
এর ফলে শরীর আরো পানিশূণ্য হয়ে পড়বে।