রাজধানীর কদমতলী থানাধীন রায়েরবাগ খানকা শরিফ এলাকা থেকে লিপি আক্তার (৩৭) নামে এক বিধবাকে ডিবি পরিচয়ে তুলে নিয়েছে বলে অভিযোগ করেছেন তার মা।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ভিকটিমের মা মাসুদা আক্তার যুগান্তরকে বলেন, আমার মেয়েকে তার বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে গেছে। এর পর থেকে মেয়ের ব্যবহৃত মোবাইল ফোন থেকে আমাকে ফোন করে ১ লাখ টাকা দাবি করা হচ্ছে। এক লাখ টাকা দিলে মেয়েকে ছেড়ে দেবে বলে জানানো হয়।

তিনি বলেন, রাত সাড়ে ১০টার দিকে ফোন করে তারা আমাকে টাকা নিয়ে মগবাজার ফ্লাইওভারের নিচে যেতে বলে। এর কিছু পরে আবার তারা রাতে আসতে নিষেধ করে সকাল ১০টার পরে যোগাযোগ করতে বলে। কদমতলী থানার ওসি এমএ জলিল বলেন, এ ধরনের ঘটনা জানতে পারিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here