কাগজ অনলাইন প্রতিবেদক: প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছেন, চিকিৎসাসেবা হলো পরম ধর্ম। বিত্তবানরা যদি তাদের সামর্থ অনুযায়ী কিছু অর্থ গরিব ও অসহায় মানুষের চিকিৎসাসেবায় ব্যয় করেন তাহলে বাংলাদেশ প্রকৃতপক্ষে বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে।
তিনি শুক্রবার দুপুরে মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়নের চান্দইর গ্রামে সাহেরা-হাসান মেমোরিয়াল ট্রাস্টের ১৭ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চিকিৎসকদের মিলনমেলা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দুদকের মহাপরিচালক বিচারপতি মাইদুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমসহ উচ্চ আদালত ও নিন্ম আদালতের বিচারকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০০০ সালে মানিকগঞ্জ সদর উপজেলার চান্দইর গ্রামে প্রখ্যাত ডা. রওশন আরা বেগম তার বাবা ও মায়ের নামে এই ট্রাস্ট গঠন করেন। ট্রাস্ট্রের সহযোগিতায় সাহেরা-হাসান মেমোরিয়াল হাসপাতালের মাধ্যমে গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে সেবা প্রদান করা হয়।