কোরিয়ার বিখ্যাত প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান স্যামসাং নিউইয়র্কের ব্রুকলিনে আগস্টের ৯ তারিখে এক প্রেস কনফারেন্স ডেকেছে। ধারণা করা হচ্ছে, সেখানেই স্যামসাংয়ের নতুন অ্যানড্রয়েড মোবাইল স্যামসাং নোট ৯-এর মোড়ক উন্মোচন হবে। এমনটিই দাবি ম্যাশেবলের।

কেমন হবে নোট ৯? এ নিয়ে জল্পনা-কল্পনাও অনেক। সম্প্রতি ইভ লিকসে ফাঁস হওয়া এক ছবি দেখে বোঝা যাচ্ছে, এই ফোনের সামনে ও পেছনের অংশ দেখতে কেমন হবে।

যদিও আগে ফাঁস হওয়া কিছু ছবি দেখে মনে হয়েছিল, নোট ৯-এর চেহারা নোট ৮-এর মতোই থাকবে, তবে নতুন ছবিটি দেখে মনে হয়, এই ফোনে নতুন কিছু আশা করাই যায়।

এবার চলুন এক ঝলকে দেখে নিই, কী কী থাকছে নোট নাইনে :

কাচ ও ধাতুর তৈরি বডি
ইনফিনিটি ডিসপ্লে, যাতে বেজেল থাকছে শুধু ওপরে আর নিচে
থাকছে না কোনো নচ
থাকছে ডুয়েল ক্যামেরা, যার একটি বড় আর একটি ছোট
থাকছে আগের চেয়ে বড় আকারের ফিংগার প্রিন্ট সেন্সর
অধিক কর্মক্ষম বিক্সবি বাটন
টু-টোন এস পেন, যা ব্লু টুথের মাধ্যমে নতুন ধরনের কাজের উপযোগী
ফোনের রং হবে নীল
থাকছে দ্রুত তারহীন চার্জের ব্যবস্থা
হেডফোন জ্যাক
মেমরি কার্ড লাগানোর জন্য একসপান্ডেবল স্টোরেজ স্লট
আরো যা যা থাকতে পারে

মোবাইলটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ বা এক্সিন্‌স ৯১৮০ চিপ
র‍্যাম থাকতে পারে ৬ বা ৮ গিগাবাইট
ইন্টারনাল স্টোরেজ হতে পারে সর্বোচ্চ ৫১২ গিগাবাইট
আর ব্যাটারি হতে পারে ৪০০০ এমএএইচের।
নিউইয়র্কের ব্রুকলিনে অয়োজিত প্রেস কনফারেন্সে নোট ৯-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্যামসাং ব্যবহারকারীদের জন্য আরো চমকও হয়তো থাকতে পারে। সে পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় কী?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here