বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিতে ‘দেশের প্রথম চীনা পেইন্টিং ওয়ার্কশপ’ শুরু হতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে। পাঁচ দিনব্যাপী এই চীনা পেইন্টিং ও ওরিয়েন্টাল আর্ট ওয়ার্কশপ চলবে।
ওয়ার্কশপটি পরিচালনা ও প্রশিক্ষক হিসেবে থাকবেন দেশের জনপ্রিয় চিত্রশিল্পী ও নাট্যনির্মাতা নাজমুল হক বাপ্পী।
নাজমুল হক বাপ্পী জানান, চায়নিজ পেইন্টিং এবং ওরিয়েন্টাল আর্টের এই বিশেষ কর্মশালায় থাকছে চমক। অংশগ্রহণকারী শিল্পী এবং ছাত্র-ছাত্রীবৃন্দ বিশেষভাবে উপকৃত হবেন।
চায়নিজ পেইন্টিং এবং ওরিয়েন্টাল আর্টের কিছু গুরুত্বপূর্ণ কৌশল শেখানোর মাধ্যমে দুই দেশের পেইন্টিংয়ের তুলনামূলক রীতিনীতি জানতে পারবেন।
নাজমুল হক বাপ্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টাল ডিপার্টমেন্ট থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে চীন সরকারের শতভাগ বৃত্তি নিয়ে চায়নিজ পেইন্টিংয়ের ওপর উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেছেন। নয়টি একক চিত্র প্রদর্শনীসহ ৬০টির বেশি দলীয় প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন দেশে-বিদেশে। পুরস্কার অর্জন করেছেন এক ডজনের বেশি।