চট্টগ্রামের কোতোয়ালী থানার পুরাতন স্টেশন সংলগ্ন গ্রামিন মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ কিশোরসহ ১১ জন ছিনতাইকরেছে সিএমপি’র কোতয়ালী থানা পুলিশ। যারা স্টেশন রোড, রিয়াজউদ্দিন বাজার ও নিউমার্কেট এলাকায় রিক্সাগামী, ট্রেন থকে নামা যাত্রী ও মহিলা পথচারীদের নিকট হতে ব্যাগ, মোবাইল ও টাকা পয়সা ছিনতাই করে থাকে।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ মামুন (২২) ও কিশোর অপরাধী মোঃ ইউসুফ (১৬), আব্দুল আজিজ (১৪), মোঃ সোহেল (১৩), মোঃ আহমেদ (১২), মোঃ রমজান (১৩), মোঃ আল আমিন (১২), মোঃ রমজান (১২), মোঃ রনি (১২), মোঃ রায়হান প্রকাশ লালু (১২) ও মোঃ মনির (১২)। গ্রেফতারকৃতদের নিকট হতে ২টি টিপ ছোরা উদ্ধার করেছে থানা পুলিশ।
২৮ জুলাই, ২০১৮ রাত পৌনে এগারটায় পুরাতন স্টেশন সংলগ্ন গ্রামিন মাঠ এলাকা থেকে তাদের গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।