২০ মার্চ ২০১৬, নিরাপদ নিউজ : পরিবেশবান্ধব স্থাপত্য নির্মাণে স্থপতিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে স্থপতি ইনস্টিটিউটের উদ্বোধনকালে এ আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের স্থপতিদের এমন স্থাপত্য নির্মাণ করতে হবে, যা টেকসই ও মজবুতের পাশাপাশি পরিবেশবান্ধব হতে হবে। হাসপাতাল, কলকারখানাসহ বিভিন্ন স্থাপত্যের বর্জ্য ব্যবস্থাপনার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে স্থাপত্য নির্মাণের আগে দেশি কনসালটেন্টদের পরামর্শ নিতে বলেন।
তিনি বলেন, বাইরের দেশের কনসালটেন্টদের চেয়ে আমাদের দেশের কনসালটেন্টরা দেশের আবহাওয়া সম্পর্কে ভালো জানেন বা ভালো বোঝেন। তাই তাদের কাছ থেকে পরামর্শ নেওয়াটাই ভালো।