৩ মার্চ ২০১৭ (মুন্সিগঞ্জ নিউজ ডেস্ক) : ফৌজিয়া খানের পরিকল্পনায় ও পরিচালনায় ২০০৯ সালে এই ভিডিওটি ধারণ করা হয়। পরে এটি “কান্দে আমার মা” নামে এটিএন বাংলায় প্রচারিত হয়।
সম্প্রতি এর একটি কপি আমাদের হাতে আসে। মুন্সিগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর জন্য ও তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেবার জন্য সচিত্র এই প্রতিবেদনটির দ্বিতীয় পর্ব হুবহু মুন্সিগঞ্জ নিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। সেই যুদ্ধে মুন্সিগঞ্জ হারিয়েছে অনেক স্বাধীনতাকামী মানুষকে। মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনীর নির্যাতনের অন্যতম স্বাক্ষী সরকারি হরগঙ্গা কলেজ। মুক্তিযুদ্ধের ইতিহাসের পাতায় এখনো অনেকের নাম স্থান পায়নি। এটা জাতি হিসেবে আমাদের দুঃভাগ্য।
একজন তার ছোট ভাইকে হারিয়েছেন, একজন মা তার ছোট সন্তানকে হারিয়েছেন। সেই করুণ আর্তনাত পাঠকের কাছে এই প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে মাত্র।