এমনিতেই দূষণে বিধ্বস্ত দিল্লি। তার ওপর সরকারি আবাসন তৈরির জন্য এবার সেখানে কাটা হবে ১৬,৫০০ গাছ। এই বিপুল সংখ্যক গাছ কেটে ফেললে যে দিল্লির দূষণ সমস্যা আরও ভয়াবহ আকার নেবে তা স্পষ্ট। গাছ কাটা আটকানোর সাধারণ মানুষের কাছে আবেদন রেখেছেন পরিবেশকর্মীরা।
সরকারি কর্মকর্তাদের জন্য দক্ষিণ দিল্লিতে তৈরি হবে সাতটি আবাসন প্রকল্প। এই সরকারি আবাসনগুলির জন্য যে ১৬,৫০০ গাছ কাটা হবে তাতে সবচেয়ে প্রভাব পড়বে সরোজিনী নগরে। এখানেই কাটা পড়বে ১১,০০০টি গাছ। দিল্লির আরও যে সব জায়গায় গাছ কাটা পড়বে, সেগুলি হল – নৌরজি নগর (১৬৪৫টি গাছ), নেতাজি নগর (৩০৩৩টি গাছ), কস্তুরবা নগর (৫২০টি গাছ) এবং মোহাম্মদপুর (৪৪৭টি গাছ)। আর কে পুরমও এই তালিকায় থাকলেও সেখানে কতগুলি গাছ কাটা হবে, তা এখনও জানানো হয়নি।
NBCC-র এই প্রকল্পের বিরুদ্ধে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালে আবেদন জানিয়েছেন পরিবেশ বিষয়ক আইনজীবী আদিত্য এন প্রসাদ। পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত জুহি সাকলানি এই প্রকল্পের বিরুদ্ধে ইতিমধ্যে এক লক্ষের বেশি সই সংগ্রহ করেছেন। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রণালয়ের কাছে এই সব সই জমা করা হবে।- টাইমস অব ইন্ডিয়া