দেশের গুরুত্বপূর্ণ নগরগুলোতে যানচলাচল বন্ধ রেখে মঙ্গলবার বিশ্ব পরিবেশ দিবস পালন করে ভুটান। এ ব্যাপারে রয়্যাল ভুটান পুলিশের তরফ থেকে নিদের্শনা জারি করা হয়। রাজধানী থিম্ফুর প্রধান প্রধান সড়ক যেমন চাং-লাম ও নরজিন-লাম-এ সকাল সাড়ে আটটা থেকে বিকেল পাঁচটা যানবাহন চলাচলা বন্ধ থাকে। তবে এই দুই প্রধান রুটে জরুরি সেবার যানবাহন ও অ্যাম্বুলেন্স চলাচল করেছে।

দিবসটি পালনের লক্ষ্যে দেশজুড়ে বৃক্ষরোপন ও পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করা হয়।

বিশ্বব্যাপী পরিবেশের ব্যাপারে সচেতনতা বাড়াতে জাতিসংঘ এই বিশ্ব পরিবেশ দিবস ঘোষণা করেছে।

২ জুন ভুটান সামজিক বনায়ন দিবস পালন করে। এ উপলক্ষে সারা দেশে ব্যাপক সংখ্যায় বৃক্ষরোপন ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। এরপরও আলাদাভাবে বিশ্ব পরিবেশ দিবস পালন করছে হিমালয়ান দেশটি।

এ বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ‘প্লাস্টিক দূষণ হটানো’। প্লাস্টিক দূষণের ক্ষেত্রে ভুটানও কম যায় না। যদিও তা এখনো দেশটির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করনি কিন্তু তা ক্রমেই সমস্যা হয়ে উঠছে।- সিনহুয়া

আজকালের খবর/এসএ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here