ভারতীয় সেলফোন অপারেটর আইডিয়া সেলুলার ও ভোডাফোন ইন্ডিয়া চলতি বছরের ৩০ জুনের মধ্যে তাদের কার্যক্রম একীভূতকরণ সম্পন্ন করতে চেয়েছিল। দেশটির ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন্স (ডিওটি) প্রতিষ্ঠান দুটির কার্যক্রম একীভূত হওয়ার আগে ৪ হাজার ৭০০ কোটি রুপি পাওনা পরিশোধের দাবি করতে পারে। এ কারণে আইডিয়া-ভোডাফোনের একীভূতকরণ কার্যক্রম পিছিয়ে যেতে পারে। সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে পিটিআই এ তথ্য প্রকাশ করেছে।
ডিওটি সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ভোডাফোন এর আগে কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানকে একীভূত করেছে। ফলে ওয়ান-টাইম স্পেকট্রাম চার্জ (ওটিএসসি) বাবদ কোম্পানিটির কাছে ভারত সরকারের প্রায় ৪ হাজার ৭০০ কোটি রুপি পাওনা রয়েছে। এ কারণে আইডিয়া সেলুলারের সঙ্গে একীভূত হওয়ার আগে ভোডাফোনের কাছে পাওনা পরিশোধ কিংবা ব্যাংক গ্যারান্টির নিশ্চয়তা চাইবে ডিওটি।
২০১৫ সালে ভোডাফোন তার চার সহযোগী প্রতিষ্ঠান ভোডাফোন ইস্ট, ভোডাফোন সাউথ, ভোডাফোন সেলুলার ও ভোডাফোন ডিজিলিংককে ভোডাফোন মোবাইল সার্ভিসেসের সঙ্গে একীভূত করে। ভোডাফোন মোবাইল সার্ভিসেসের বর্তমান নাম ভোডাফোন ইন্ডিয়া। ওই সময়ে ওটিএসসি বাবদ ভোডাফোনকে ৬ হাজার ৬৭৮ কোটি রুপি পরিশোধ করতে নির্দেশ দিয়েছিল ডিওটি। তবে ডিওটির নির্দেশকে চ্যালেঞ্জ জানায় ভোডাফোন। পরে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী ২ হাজার কোটি রুপি পরিশোধ করে প্রতিষ্ঠানটি।
ভোডাফোন ইন্ডিয়ার কাছ থেকে পাওনা অর্থ পেতে ভারতের টেলিযোগাযোগ মন্ত্রী মনোজ সিনহা ডিওটিকে আইনগত দিক পর্যালোচনা করতে বলেছেন। সূত্রটি জানায়, ডিওটি বিষয়টি নিয়ে আইনগত মতামত পেয়েছে। এতে বলা হয়েছে, ভোডাফোনের কাছে তারা পাওনার জন্য দাবি জানাতে পারবে। সূত্রটির তথ্যমতে, আগামী সপ্তাহে ভোডাফোনের কাছে পাওনা পরিশোধের দাবি জানাতে পারে ডিওটি। এ বিষয়ে নিখুঁতভাবে একটি খসড়া প্রস্তাব তৈরি করতে হবে। কারণ এতে বেশকিছু জটিলতা রয়েছে। এ কারণে ডিওটির কিছুটা সময় লাগছে।
আইডিয়া ও ভোডাফোনের কার্যক্রম একীভূত হলে সৃষ্ট প্রতিষ্ঠানটির নাম ‘ভোডাফোন আইডিয়া লিমিটেড’ করার প্রস্তাব করা হয়েছে। তবে নতুন নামটি গ্রহণ করতে হলে আইডিয়া সেলুলারের অংশীদারদের অনুমোদন লাগবে।
বর্তমানে গ্রাহক সংখ্যা বিবেচনায় ভারতের দ্বিতীয় ও তৃতীয় বৃহৎ সেলফোন অপারেটর যথাক্রমে ভোডাফোন ইন্ডিয়া ও আইডিয়া সেলুলার। গত বছরের মার্চে কার্যক্রম একীভূতকরণ বিষয়ে যুক্তরাজ্যভিত্তিক ভোডাফোন ও আদিত্য বিড়লা গ্রুপের টেলিকম কোম্পানি আইডিয়া সেলুলারের মধ্যে আলোচনা চূড়ান্ত হয়। একই সময় এ বিষয়ে দুই কোম্পানির মধ্যে একটি প্রাথমিক চুক্তিও সম্পন্ন হয়। ভারতের সর্ববৃহৎ টেলিকম অপারেটর হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে এবং ভারতী এয়ারটেলের সঙ্গে প্রতিযোগিতা বাড়াতে প্রতিষ্ঠান দুটি একীভূত হতে চলছে। প্রসঙ্গত, কয়েক বছর ধরে ভারতের টেলিকম খাতে আধিপত্য রয়েছে ভারতী এয়ারটেলের।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ডিওটি প্রায় ২ হাজার ১০০ কোটি রুপি ব্যাংক গ্যারান্টি দাবি করতে পারে।
একীভূতকরণের মাধ্যমে সৃষ্ট কোম্পানিতে ভোডাফোনের দখল থাকবে ৪৫ দশমিক ১ শতাংশ। আইডিয়া সেলুলারের প্যারেন্ট কোম্পানি আদিত্য বিড়লা গ্রুপের অংশীদারিত্ব থাকবে ২৬ শতাংশ। তবে ৩ হাজার ৮৭৪ কোটি রুপি পরিশোধের মাধ্যমে নতুন অপারেটরটির আরো ৪ দশমিক ৯ শতাংশ শেয়ার নিয়ন্ত্রণে নিতে পারবে প্রতিষ্ঠানটি। বাকি ২৮ দশমিক ৯ শতাংশের নিয়ন্ত্রণে থাকবে অন্য শেয়ারধারীরা।
ভারতের টেলিকম খাত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। বাজারটিতে রিলায়েন্স জিওর প্রবেশ এবং বিনামূল্যের বিভিন্ন সেবার কারণে প্রতিযোগিতায় টিকে থাকা কষ্টকর হয়ে উঠেছে অন্য অপারেটরদের জন্য। জিওর সঙ্গে প্রতিযোগিতা বাড়াতে একীভূতকরণ ও অধিগ্রহণে বেশি জোর দিচ্ছে অন্য অপারেটরগুলো।