দেশের টেলিযোগাযোগ অবকাঠামোর উন্নয়নে গেটকো’র সঙ্গে চুক্তি করেছে ইডটকো।এই চুক্তির ভিত্তিতে গেটকো ৩০ শতাংশ শেয়ারহোল্ডার ও স্ট্রাটেজিক পার্টনার হিসেবে ইডটকোর সঙ্গে কাজ করবে।ইডটকো’র চীফ এক্সিকিউটিভ অফিসার সুরেশ সিধু বলেন, বাংলাদেশেই আমরা প্রথমবারের মতো ‘টাওয়ার টু কমিউনিটি’ প্রজেক্টের আওতায় আশপাশের কমিউনিটিগুলোতে সরবরাহ করেছি। ইতোমধ্যে আমরা প্রায় ৩০০ ঘর এবং ১২ টি বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ দিয়েছি।টাওয়ার কোম্পানিগুলো হলো টেলিযোগাযোগ উন্নয়নের মেরুদণ্ডের মতো। সংযোগ ও অবকাঠামো উদ্ভাবনকে ত্বরান্বিত করতে উপযুক্ত সমাধানের মাধ্যমে আমরা ‘ডিজিটাল বাংলাদেশ ২০২১’ ভিশনের দিকে এগিয়ে পারব বলে আশা করছি।গেটকোর গ্রুপ চেয়ারম্যান কে এম খালেদ বলেন, অবকাঠামো সম্প্রসারণ ও ব্যবস্থাপনায় ইডটকো’র সুদীর্ঘ আঞ্চলিক অভিজ্ঞতা, ২০২১ সালের মধ্যে আমাদের দেশকে একটি কানেক্টেড দেশ-এ পরিণত করা অবশ্যই ত্বরান্বিত করবে।দেশে বর্তমানে ইডটকোর মালিকানাধীন বা পরিচালিত মোবাইল টাওয়ারের সংখ্যা নয় হাজারের বেশি। ইডটকো আরও ছয়টি দেশে ২৭ হাজারেরও বেশি টেলিকম টাওয়ার পরিচালনা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here