স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি প্রথমবারের মতো আনতে যাচ্ছে নোটবুক কম্পিউটার। অ্যাপলের ম্যাকবুক এয়ারের আদলে ডিজাইন করা এই নোটবুকের নামেও রয়েছে সাদৃশ্য। মাই নোটবুক এয়ার নামে এই নোটবুক উন্মোচন করা হয় গত বুধবার। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে এই খবর।